A+ Aa A-



Just type your favourite keywords and hit enter.



Ilmul Islam - Enlightened life in the light of Islam

avatar
Ibrahim Adorer
0 Talks

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। সন্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ইলমুল ইসলাম এ জানাই স্বাগতম।

ইলমুল ইসলাম মূলত হলো একটি ইসলামিক ব্লগ ও ওয়েবসাইট, যেখানে ইসলাম সম্পর্কিত প্রায় সকল আর্টিকেল লিখা হয়ে থাকে ও ইসলামিক সেবা প্রদান করা হয়ে থাকে। এটা মূলত আমরা শুরু করেছি ইসলামিক সকল সেবাগুলোকে একত্রিত করার লক্ষে। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে অনেক বড় একটি ইসলামিক প্ল্যাটফর্ম তৈরী করার। এখানে আমরা কেবলমাত্র সওয়াব হাসিলের লক্ষ্যে ও ইসলামের জ্ঞ্যান ছড়িয়ে দেওয়ার উদ্দেশে কাজ করে যাচ্ছি। কোনো প্রকার দুনিয়াবি প্রফিট বা লোক দেখানো কাজের উদ্দেশ্য আল্লাহর রহমতে আমাদের নেই।

কার্যধারাঃ আমারা মূলত এখানে ইসলামিক লিখা ও ইসলামের জ্ঞান প্রকাশ করে থাকি। সেজন্য আমরা অনেক সময় দেখা যায় অনেক স্থান থেকে লিখা সংগ্রহ করে থাকি। বিভিন্ন ধরনের ইসলামিক জ্ঞ্যান ও লিখা, প্রবন্ধ, কোরআনের আলো, হাদিসের আলো, বই রিভিউ, প্রশ্ন উওর, আলোচনা, ব্যাক্তিগত মতামত প্রকাশ করে থাকি। এই সবই মূলত একটাই উদ্দেশ্য, ইসলামের জ্ঞ্যান ছড়িয়ে দেওয়া ও ইসলামকে সকলের নিকট সহজতরভাবে উপস্থাপন করা।

মহান আল্লাহ রব্বুল আলামীন বলেনঃ

 مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

“যে ভাল কাজ করে এবং বিশ্বাসী, হোক সে পুরুষ কিংবা নারী, আমি তাকে অবশ্যই দান করব এক পবিত্র শান্তিময় জীবন এবং তারা যা করত তার জন্য তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করব।” (আন-নাহল ১৬:৯৭)

দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেওয়া সুন্নত। যেমনঃ "আবদুল্লাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়।" সহিহ বুখারী, হাদিস নং ৩৪৬১।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে। তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবে না। [সহীহ মুসলিমঃ হাদীস ২৬৭৪]

আবার কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার আমলের বা নেকীর সকল পথ বন্ধ হয়ে যায়। কেবল ৩ টি আমল যেতে থাকবে / যারি থাকবে, তন্মধ্যে ১টি হলো ছড়িয়ে দেওয়া ইলম / জ্ঞ্যান। যেমন হাদিসে বর্নিত রয়েছেঃ আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ “কোন ব্যক্তি তার (মৃত্যুর) পর যা ছেড়ে যায় তন্মধ্যে সর্বোত্তম হল তিনটি জিনিসঃ (১) নেক সন্তান যে তার জন্যে দুআ করবে। (২) এমন সাদকা যার উপকার জারী থাকে, এর প্রতিদান তার নিকট পৌঁছতে থাকবে। (৩) এমন ইলম (যা সে প্রচার করেছে) তার মৃত্যুর পর সে অনুযায়ী আমল করা হবে।” (ছহীহ সনদে ইবনে মাজাহ এ হাদীছটিও বর্ণনা করেছেন)।

ইতোপূর্বে আবু হুরায়রা বর্ণিত হাদীছ উল্লেখ করা হয়েছেঃ [১] إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ رواه مسلم “আদম সন্তান মৃত্যু বরণ করলে তিনটি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়ঃ (১) সাদকায়ে জারিয়া বা (মানুষ উপকার লাভ করে এমন দান) (২) উপকারী বিদ্যা (৩) সৎ সন্তান যে তার জন্যে দু'আ করে।” (ইমাম মুসলিম হাদীছটি বর্ণনা করেছেন)

 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ আমাদের মূলত লক্ষ্য ও উদ্দেশ্য একটাই। ইসলামের আলো ও জ্ঞ্যান সকলের মাঝে ছড়িয়ে দিয়ে নিজেদেরকে ও অন্য সকলকে ইসলামের সেবা করার সুযোগ দান করা। এতে করে যেমন ইসলামের প্রচার ও প্রসার ঘটবে, তেমনি করে আল্লাহ তায়ালা আশা করা যায় উত্তম প্রতিদান দিবেন। এ উদ্দেশ্যে আমাদের পথচলা শুরু করলাম। আল্লাহ আমাদের সকলকে এই পথচলায় অংশীদার হওয়ার তাওফিক দান করুন ! আমিন।

bangla-post

 

Last updated: 2022-11-23T01:01:48+06:00
Ibrahim Adorer 

Assalamu Alaikum, It's Md. Ibrahim. Web Designer and Developer. I'm expert in Creating All Types of Templates and Web Projects. Besides, Creating Small Software is Passion.

  Cast Your Opinion

Don't spam here. All comments and answers are reviewed by Author. Some comments may be removed due to violation of comments policy.

N.B. Direct HTML Code/Tag is not supported by Comment form. If you want to write HTML code, you've to ENCODE them from Here. Others code, (CSS, Javascript, Jquery.....) can write without any problem. But encoding all of them is good and safe as well as easy.

Previous Post Next Post